দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

মালিকপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ৪ ঘণ্টা পরে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়।

শ্রমিক ছাঁটাইয়ের কারণে মঙ্গলবার বিকেল ৪টা থেকে মালিক-শ্রমিক বিরোধে লঞ্চ মালিকপক্ষ সাময়িকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ রাখে। এতে ভোগান্তিতে পড়ে ঢাকামুখী যাত্রীরা। বর্তমানে দৌলতদিয়া টু পাটুরিয়া নৌরুটে ২৬টি এবং আরিচা-কাজীরহাট নৌরুটে ১০টি লঞ্চ চলাচল করছে।

দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মোহাম্মদ আলী মোল্লা জানান, দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ মালিকপক্ষের সাথে লঞ্চ শ্রমিকদের চাকরি ছাঁটাইয়ের কারণে বিরোধে মঙ্গলবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। লঞ্চ মালিকদের সাথে শ্রমিকদের আলোচনা সাপেক্ষে রাত ৮টায় পাটুরিয়া থেকে লঞ্চ আমানত ও বোয়ালিয়া দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর