মহাদেবপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কারাম উৎসব

হাওর বার্তা ডেস্কঃ শরৎ মেঘের ভেলার আড়ালে সূর্যটা মাঝে মাঝে মুখ লুকিয়ে ফেলছিল। রোদ মেঘের খেলার স্বপ্নিল অবয়বে সমবেত হয়েছিল ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নানা বয়সের নারী-পুরুষ। নওগাঁর মহাদেবপুর উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর  প্রধান ধর্মীয় অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব (ডাল পূঁজা) অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকেলে।

এ উপলক্ষে মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী নাটশাল ফুটবল মাঠ বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষের মিলনমেলায় পরিণত হয়। মুখরিত হয়ে ওঠে তাদের দলভিত্তিক পরিবেশিত নিজস্ব সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠানে। প্রতিবছরের মতো এ বছরও ওই নাটশাল খেলার মাঠে আয়োজন করা হয় কারাম উৎসবের বহিরাঙ্গনের অনুষ্ঠানমালার। এ উপলক্ষে সেখানে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

বুধবার সকাল থেকেই নওগাঁ জেলার মহাদেবপুর, পত্মীতলা, পোরশা, নিয়ামতপুর, সাপাহার, বদলগাছি উপজেলা ছাড়াও দিনাজপুর জেলার বিরামপুর এবং জয়পুরহাট জেলা থেকে বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোর সব বয়সের মানুষের গন্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠ। বিকেল ৪টার মধ্যে মাঠটি কানায়  কানায় পূর্ণ হয়ে যায়।

বিকেল সাড়ে ৪টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা। শুরু হয় বিভিন্ন দলের ঐতিহ্যবাহী নৃত্যানুষ্ঠান।

অনুষ্ঠানে রাজমনির নেতৃত্বে ভগবানপুর দল, কবিতার নেতৃত্বে খান্দইল দল, গোলাপের নেতৃত্বে বড়মহেশপুর দল, নরেনের নেতৃত্বে নাটশাল দল, শ্যামলীর নেতৃত্বে কাঁটাবাড়ি দল, জাতীয় আদিবাসী পরিষেদের খিদিরপুর দল, শাপলার নেতৃত্বে দিনাজপুর বিরামপুর দল, ফাগুরামের নেতৃত্বে দেওয়ানপুর দল, শ্যামা পাহানের নেতৃত্বে ঘোষপাড়া দল, ভুরকি ইপিলের নেতৃত্বে পার্বতীপুর দল, শাপলার নেতৃত্বে লক্ষিপুর দল, জয়পুরহাট জেলার ভোরের তারা দল, বনগ্রামের চম্পাচামেলী দল, কেশাতৈড় গ্রামের ফুটন্ত গোলাপ দল, ধীরেন ওড়াও’র নেতৃত্বে কুশুম শহর দল, কবিতা ওড়াও’র নেতৃত্বে খাজুর শালবাড়ি দল, সোনালীর নেতৃত্বে শম্ভুপুর দল, মনোহরির নেতৃত্বে ফাজিলপুর দল এবং স্বপন ওড়াও’র নেতৃত্বে সম্ভুপুর দল অংশগ্রহণ করে।

পরে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। জাতীয় আদিবাসী সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাসন্তি ওড়াও’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা করেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, উপদেষ্টা অ্যাড. শহিদ হাসান সিদ্দিকী স্বপন, জয়নাল আবেদীন মুকুল, বেসরকারি উন্নয়ন সংস্থা আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর