মেডিকেলে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১৮ সেপ্টেম্বর

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আগামী ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হবে বলে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পারিক্ষীৎ চৌধুরী।

কোরবানির ঈদের ছুটি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে আগামী ২ অক্টোবর এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল।

এক ঘণ্টার নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার মধ্য দিয়ে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হবে। সরকারি-বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি।

সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১ হাজার ২৮০টি।

এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।

ভর্তি পরীক্ষা তারিখ ঠিক হলেও কবে থেকে আবেদন বিক্রি শুরু হবে, সেই সিদ্ধান্ত এখনও নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ নুরুল হক বলেন, “তা চূড়ান্ত করতে শিগগিরই আমরা আরেকটি বৈঠক করব।”

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর