বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হতে পারে: নাসিম

হাওর বার্তা ডেস্কঃ পঁচাত্তর পরবর্তী সময়ের মত অবস্থা আবার ফিরে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আল্লাহ না করুক, আবার বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলা হতে পারে। কিন্তু তাকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল আগেও। কিন্তু বাংলার হৃদয় থেকে, জনগণের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যায়নি। তিনি বলেন, এই শোক দিবসেই দেখা গেছে, মানুষ কিভাবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর