‘খুন’ করে পালিয়ে যাওয়ার সময় তরুণীসহ আটক ৩

জেলা শহরের জর্জ আবাসিক হোটেলে মো. লিটু (৩২) নামের এক গার্মেন্টস ঝুট ব্যবসায়ীকে ‘খুন’ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছেন দুই তরুণীসহ তিনজন। শুক্রবার সকালে এ ঘটে।

মো. লিটু চট্টগ্রাম হালিশহর এলাকার আবদুল মজিদ মিয়ার ছেলে।

আটক তিনজন হলেন- আমজাদ হোসেন শাওন (২৭), তার স্ত্রী ছায়েরা হক মৌ (২০) ও শালি ফারিয়া হক পদ্ম (১৭)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রাইভেটকারে আসা দুই তরুণীসহ চারজন শহরের কলেজগেইট এলাকার জর্জ আবাসিক হোটেলের রুম ভাড়া নেয়। শুক্রবার সকালে প্রাইভেটকারে করে তিনজন চলে যাওয়ার সময় বনরূপা এলাকায় গাড়িটি পাশের ফুটপাতে একাধিকবার ধাক্কা খায়। এ সময় পুলিশ গাড়িটি আটক করে। কথাবার্তা বলে পুলিশ গাড়িটি ছেড়ে দিতে চাইলেও এরই মধ্যে খবর আসে জর্জ আবাসিক হোটেলে একজন খুন হয়েছে। আর তার সঙ্গে আসা তিনজন প্রাইভেটকারে করেই বের হয়ে গেছে। এ সময় পুলিশ গাড়িসহ তিনজনকে আটক করে।

পরে আটকদের ঘটনাস্থলে নিয়ে গেলে হোটেলের লোকজন তাদের শনাক্ত করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে শাওন স্বীকার করেছে। শাওন নিহত লিটুর ব্যবসায়িক পার্টনার। শাওনসহ আটকদের জেলহাজতে রাখা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর