খাদ্যমন্ত্রীর বক্তব্য চরম ঔদ্ধত্যপূর্ণ ও বিচার বিভাগের প্রতি হুমকি: রিজভী

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এস কে সিন্হা সম্পর্কে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বক্তব্য চরম ঔদ্ধত্যপূর্ণ ও স্বাধীন বিচার বিভাগের প্রতি চরম হুমকি। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, পচা গমের বেসাতি করা খাদ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে দোষী ও দণ্ডিত অপরাধী। তিনি সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করে এখনও মন্ত্রী হিসেবে বহাল রয়েছেন। বিশ্বের অন্য কোথাও এভাবে মন্ত্রিত্ব থাকার নজির নেই। এটাই স্বাভাবিক যে, দণ্ডিত অপরাধীরা সত্য ও ন্যায়বিচার সহ্য করবে না, আইনের শাসনের কথা কখনই তারা মেনে নেবে না, তারা আইনের শাসনের কথা শুনলেই আঁতকে ওঠে। তিনি বলেন, ঢাকা শহরের সবচেয়ে বড় রাজাকারের কমান্ডার ও পিস কমিটির নেতা ছিলেন খাদ্যমন্ত্রীর বড় ভাই। যাদের সৃষ্ট সন্ত্রাসে গোটা বাংলাদেশ রক্তাক্ত, সব প্রতিষ্ঠান ভেঙে তছনছ করে দিয়েছে, মানুষের ভোটাধিকার থেকে শুরু করে আইনের আশ্রয় লাভের সব জায়গা তারা একের পর এক ধ্বংস করে দিয়েছে-তারা আজকে দেশের প্রধান বিচারপতিকে উপদেশ দিচ্ছেন। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এবিএম খায়রুল হক ষোড়শ সংশোধনীর আপিল বিভাগের রায়ের সমালোচনা করেছেন। ভবিষ্যতে বড় পুরস্কারের আশায় মনগড়া কথা বলেছেন। খায়রুল হক প্রধান বিচারপতি থাকা অবস্থায় একটি রায়ে বলেছিলেন, সর্বোচ্চ আদালতের বিচারক অবসরের পর লাভজনক কোনো পদে চাকরি করতে পারবেন না। কত বড় ভণ্ড হলে নিজের রায়ের কথা নিজেই ভঙ্গ করতে পারেন। ‘সারাদেশে দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা বাধা দিচ্ছে’-এমন অভিযোগ করে রিজভী বলেন, গত বৃহস্পতিবারও যশোর, ময়মনসিংহ, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর