ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

হাওর বার্তা ডেস্কঃ ঝিনাইদহ শহরে অসিত কুমার নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট আফিস মোড়ে নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ আদেশ দেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন অসিত কুমার। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ের নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন মোতাবেক ৩মাসের কারাদণ্ড দেয়।

এ সময় সিভিল সার্জন ডা.প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দণ্ডিত ভুয়া চিকিৎসক শহরের বেপারিপাড়ার গৌর গোপালের ছেলে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর