আমাদের জলভ্রমণ

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর যানজট, দূষণ ও ব্যস্ততা থেকে একটু অবসর নিতে দল বেঁধে বরিশাল যাত্রার সিদ্ধান্ত। সেখানকার ভাসমান পেয়ারার বাজার দেখাই উদ্দেশ্য। গত জুলাই মাসের শেষের দিকে দল বেঁধে নদীপথে রওনা হই। বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে ট্রলারে করে সন্ধ্যা নদীপথ ধরে আবার ভ্রমণ। প্রায় দেড় ঘণ্টা আনন্দময় ট্রলারভ্রমণ শেষে পৌঁছাই কুরিয়ানা খালে। এই খালেই ব্যাপারীদের জন্য নৌকাভর্তি পেয়ারা নিয়ে অপেক্ষা করছেন অসংখ্য পেয়ারা বিক্রেতা। ঝালকাঠি ও স্বরূপকাঠির বেশ কয়েকটি স্থানে বসে এমন ভাসমান পেয়ারার হাট। সেগুলোর একটি ভিমরুলি হাট।

এই অঞ্চলে চলাচলের প্রধান বাহন নৌকা।
দীর্ঘ পথ পাড়ি দিতে পর্যটকদেরকে ট্রলার ভাড়া করতে হয়। কুরিয়ানা খাল থেকে তোলা ছবি।
কুরিয়ানা খালের জলরাশি পর্যটকদের মুগ্ধ করে। অনেকেই নেমে পড়েন খালে।
বাগান থেকে সংগ্রহ করা পেয়ারা পর্যটকদের ছুড়ে দিচ্ছেন এক চাষি।
খালের ওপর নির্মিত সাঁকোয় দাঁড়িয়ে সেলফি তুলে নিচ্ছেন এক দম্পতি।
চোখ পড়ল গাছের মগডালে তুলে রাখা টেলিভিশন সেটের দিকে। যেন দৃশ্যশিল্প।
ঝালকাঠির ভিমরুলির ব্যস্ত ভাসমান পেয়ারার হাট।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর