কম ঘুমে ভুঁড়ি বাড়ে

হাওর বার্তা ডেস্কঃ  যারা সারা রাত জেগে থাকেন। তাদের জন্য সতর্কতা! কম ঘুমে ভুঁড়ি বাড়ে। নতুন গবেষণা বলছে কম ঘুম ভুঁড়ি হওয়ার বড় কারণ। দেখা যাচ্ছে যাঁরা কম ঘুমোন তাঁদের মধ্যে ওবেসিটির প্রবণতা বেশি।

এই গবেষণার ফলে দেখা গিয়েছে যারা দিনে গড়ে ছ’ঘণ্টা ঘুমোন তাদের কোমরের মাপ রোজ ন’ঘণ্টা ঘুমনো মানুষের তুলনায় তিন সেন্টিমিটার বেশি। কম ঘুমের মানুষের ওজনও বেশি। গবেষণার এই ফলাফলে আরও বলেছে যে, পর্যাপ্ত ঘুম না হওয়া ডায়াবেটিসের মতো অসুখেরও একটা বড় কারণ।

ব্রিটেনের ‘ইউনিভার্সিটি অফ লিডিস’-এর গবেষক দলের পক্ষে গ্রেগ পটার জানিয়েছেন, ‘গোটা পৃথিবীতে ১৯৮০ সালের তুলনায় ওবেসিটি বা স্থূলত্বের শিকার মানুষের সংখ্যা এখন দ্বিগুণ। ওবেসিটি শুধু টাইপ টু ডায়াবেটিস নয়, আরও অনেক অসুখের কারণ।

প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপরে নির্ভর করছে তার কতটা ঘুম জরুরি কিন্তু সাধারণ ভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে সাত থেকে ন’ঘণ্টা ভাল ঘুম প্রয়োজন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর