Indian cricket captain Virat Kohli celebrates scoring a century during the fourth day's play of the first test cricket match between India and Sri Lanka in Galle, Sri Lanka, Saturday, July 29, 2017. (AP Photo/Eranga Jayawardena)

যে রেকর্ড কেবল কোহলির

হাওর বার্তা ডেস্কঃ  গল টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে বিরাটের মুকুটে যোগ হয় একের পর এক পালক। তিনি ভারতের একমাত্র টেস্ট অধিনায়ক যিনি, এই পদে থেকে দশটি টেস্ট সেঞ্চুরি করেছেন। বিরাটের আগে এই রেকর্ড ছিল  মোহাম্মদ আজাহারউদ্দিনের। তিনি অধিনায়ক হিসেবে করেছিলেন ৯টি টেস্ট সেঞ্চুরি। এখানেই শেষ নয়। বিরাটের এটা টেস্টে ১৭ নম্বর সেঞ্চুরি। তিনিই এই গ্রহের একমাত্র ক্রিকেটার, যার সব ধরনের ক্রিকেটেই গড় ৫০-এর উপর। আপাতত, কোহলি ৫৮টি টেস্ট খেলে ৪৬০৩ রান করেছেন। গড় ৫০.০৩। একদিনের ক্রিকেটে তিনি ১৮৯ ম্যাচ খেলে ৮২৫৭ রান করেছেন। গড় ৫৪.৬৮। আর টি টোয়েন্টিতে তিনি ৪৯টি ম্যাচ খেলে ১৭৪৮ রান করেছেন। এখানেও তাঁর গড় ৫২.৯৬। সত্যিই তিনি বিরল কৃতিত্বের অধিকারী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর