নারী প্রতিনিধিত্বের হালনাগাদ তথ্য জানাতে সময় দিয়েছে ইসি

হাওর বার্তা ডেস্কঃ  দেশের রাজনৈতিক দলগুলোর সকল স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্বের হালনাগাদ প্রতিবেদন জমা দিতে এক সপ্তাহ সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব রৌশন আরা এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ৪ আগস্টের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে ২৪টি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের কাছে একটি চিঠি গতকাল পাঠানো হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ২০২০ সালের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার বাধ্যবাধকতা রয়েছে। দলগুলো নিবন্ধন নেওয়ার সময় এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে গত ১৩ জুন নিবন্ধিত দলগুলোকে নারী প্রতিনিধিত্বের অগ্রগতি প্রতিবেদন দিতে প্রথম দফা চিঠি দেয় কমিশন। এক মাসে মাত্র ১৬টি দল প্রতিবেদন জমা দিলেও বাকি দলগুলো কোনো প্রতিবেদন দেয়নি। তাই আবারো প্রতিবেদন জমা দিতে এক সপ্তাহ সময় দিয়েছে ইসি।

প্রতিবেদন জমা দেওয়া ১৬টি দল হলো- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, খেলাফত মজলিস, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, জাতীয় পার্টি (জেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর