৩২৮ জনবল নেবে রূপালী ব্যাংক

হাওর বার্তা ডেস্কঃ  রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ৩২৮ জন কর্মকর্তা (ক্যাশ) নেয়া হবে। চলতি মাসজুড়ে পদগুলোতে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদনের শর্ত হিসেবে বলা হয়েছে, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

এসএসসি থেকে পরবর্তী পরীক্ষাগুলোতে ন্যূনতম দুটি প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারী বয়স ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স হতে পারবে ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের ৩১ জুলাইয়ের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর