ইউনিস খানের মহানুভবতা

হাওর বার্তা ডেস্কঃ  পাকিস্তানের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় এগিয়ে এলেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খান। এ মহৎ কাজে সাহায্য করতে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটটি নিলামে তুলেছেন কিছু দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ইউনিস।
নিলাম থেকে আসা অর্থ সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তার উদ্দেশ্যে ‘দ্য সিটিজেনস ফাউন্ডেশন (টিসিএফ)’ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের মালিক ইউনিস।
 গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের প্রথম ও বিশ্বের ১৩তম খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইউনিস।
অবশ্য নিলাম থেকে কি পরিমাণ অর্থ পাওয়া গেছে সে বিষয়ে কিছু বলা হয়নি। ডন / বাসস।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর