Many mosquitos on a human skin.

মশা কামড়ায় না এমন কিছু খাবারের কথা জেনে নিন

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে এই চিকুনগুনিয়া রোগ দেখা দিচ্ছে। এই চিকুনগুনিয়া রোগের কারণ হলো মশা। তাই মশা থেকে দূরে থাকতে মশা কামড়ায় না এমন কিছু খাবারের কথা জেনে নিন!

সাধারণতভাবে গরমকাল এলেই মশার দাপট বেড়ে যায়। যদিও এই সময়টিতে রাজধানী ঢাকাসহ সারাদেশেই মশার পরিমাণ অনেক কম। তারপরও যেটুকু মশা রয়েছে তা নিয়েও সকলেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মূল কারণ হলো চিকুনগুনিয়া রোগ। বর্তমানে দেখা দিয়েছে জ্বর। এই জ্বর হলে সবচেয়ে বড় খারাপ একটি দিক হলো জ্বর বেশিদিন থাকে না তবে এর প্রভাব থাকে অনেক দিন। জ্বরের সঙ্গে সঙ্গে থাকে হাতে-পায়ে ব্যথা। আর একবার চিকুনগুনিয়া রোগ হলে অন্তত মাসাধিককাল দুর্বলতা কাটে না।

চিকুনগুনিয়া রোগ থেকে মুক্তি পেতে হলে মশা থেকে দূরে থাকতে হবে। তাহলে কিভাবে এই মশা থেকে দূরে থাকা যায় সে পথ বের করতে হবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই পথ খুঁজে বের করেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর