প্রশিক্ষিত কর্মী পাঠাতে চান প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বিভিন্ন দেশের চাহিদানুযায়ী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী প্রেরণের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষিত জনগোষ্ঠীর কোনো বিকল্প নেই।’

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাপক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, বিএমইটি মহাপরিচালক বেগম সামছুন নাহার এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

খবর বাসসের।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর