শীর্ষ ১০০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

হাওর বার্তা ডেস্কঃ  দেশের ১০০ শীর্ষ ঋণখেলাপি ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার জাতীয় সংসদে মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রীর এই তালিকা সংসদে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) ডাটাবেজ রক্ষিত ২০১৭ সালের এপ্রিল মাস ভিত্তিক ঋণ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কার্যরত তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা। খেলাপি ঋণের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের শীর্ষ ১০০ ঋণখেলাপির তালিকা তুলে ধরেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর