দুর্নীতি কমালে রাজস্ব আহরণে ঘাটতি হবে না

হাওর বার্তা ডেস্কঃ  দুর্নীতি কমালে বাজেটের রাজস্ব আহরণে ঘাটতি হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

আজ শনিবার দুপুরে এফবিসিসিআই সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ এর সভাপতি এ কে এম সেলিম ওসমান, এফবিসিসিআই এর সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ বিভিন্ন ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, দুর্নীতি বন্ধ হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। চলতি অর্থ বছরের বাজেটে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন স্থগিত হলেও এতে রাজস্ব আয়ে তেমন কোনও প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, এক্ষেত্রে কর আদায়ের আওতা বাড়াতে হবে। দুর্নীতি কমাতে পারলে ভ্যাট আদায়ও বাড়বে।

সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এনবিআরের সক্ষমতা আরও বাড়াতে হবে। ব্যবসায়ীরা হয়রানিমূলক ভ্যাট-ট্যাক্স চান না। সেক্ষেত্রে এনবিআরের অসহযোগিতামূলক আচরণ বন্ধ করতে হবে। বাজেটে আবগারি শুল্ক কমানোয় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদও জানান এফবিসিসিআই সভাপতি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিসিআই, সিসিসিআই, এমসিসিআই, বিটিএমএ, বিপিজিএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর