হাসিনা সরকারের ‍অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না

শনিবার রাতে গুলশানে নিজের কাযার্লয়ে রাজশাহী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন নিয়ে বিএনপি তার অবস্থান পরিবর্তন করেনি বলে স্পষ্ট করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, আমরা নিরপেক্ষ সরকারের দাবি থেকে সরে আসিনি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ক কয়েকটি পত্রিকা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমরা নিরপেক্ষ সরকারের ‍অধীনে নির্বাচন চাই। হাসিনা মার্কা সরকারের ‍অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। ২০ দলীয় জোট নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করবে।

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নাজমুস শাহাদাত, সহসভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ জেলার আইনজীবী নেতারা খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

উল্লেখ্য রাজশাহী জেলা আইনজীবী সমিতির ২১ টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৭ টি পদে জাতীয়তাবাদী আইনজীবীদের প্যানেল জয় লাভ করে। এই মতবিনিময় সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মহসিন মিয়া, স্থানীয় নেতাদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামরুল মনির,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মন্টু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর