প্রচণ্ড গরমে মারা গেল ২ কোটি টাকার মাছ

হাওর বার্তাঃ  রোববার সকাল উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামে মুরাদ সরকার বিপ্লবের খামারের জলাশয়ে মাছগুলো ভাসতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, হবিরবাড়ি গ্রামের মুরাদ সরকার বিপ্লব ঝালপাজা লেবরাইল বিলের প্রায় ১০ একর জমি ভাড়া নিয়ে এক বছর আগে ‘শাহরিয়ার ডেইরি ফিসারিজ’ নাম দিয়ে তাতে দেড় লাখ পাঙ্গাসের পোনাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের চাষ শুরু করেন। বর্তমানে প্রতিটি পাঙ্গাসের ওজন এক থেকে দেড় কেজির বেশি।

খামার মালিক মুরাদ সরকার বিপ্লব জানান, তার খামারে দেড় লাখ পাঙ্গাসকে এক বছর খাইয়ে বর্তমানে প্রায় এক থেকে দেড় কেজি ওজনের করা হয়েছে। তাছাড়া অন্যান্য দেশীয় বিভিন্ন প্রজাতির মাছও রয়েছে। এসব মাছ বিক্রির জন্য বিভিন্ন আড়তের সঙ্গে কথা চলছিল।

তিনি জানান, রোববার ভোর রাত থেকে অতিরিক্ত গরমের কারণে পানিতে গ্যাস হয়ে মাছ মরে ভাসতে শুরু করে। এতে তার প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

ভালুকা উপজেলার মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্টেন্ট ফরিদ আহমেদ জানান, পানির গভীরতা কম থাকায় তাপমাত্রা বেড়ে গিয়ে এ ঘটনা ঘটতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর