,

priyanka

এক বিকেলে প্রিয়াঙ্কা ও নিকোল কিডম্যান

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার গ্ল্যামারে এখন মুগ্ধ পশ্চিমা তারকারাও। হলিউডে ‘বেওয়াচ’ দিয়ে অভিষেক হতে চলেছে এই সাবেক মিস ওয়ার্ল্ডের। এর সুবাদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

মুক্তির জন্য প্রস্তুত ‘বেওয়াচ’। চলছে হরদম প্রচারণা। এরই অংশ হিসেবে প্রিয়াঙ্কা বিভিন্ন দেশে ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন। এবার নিউ ইয়র্ক শহরে তিনি একটি বিকাল উপভোগ করলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে।

এক বিকালে প্রিয়াঙ্কা ও নিকোল কিডম্যানশুধু নিকোলই নয়, সেই বিকেলে প্রিয়াঙ্কার সঙ্গী হয়ে ছিলেন ক্যান্ডাল জেনার, কেরি রাসেল ও কেট মারা।

জনপ্রিয় এই তারকাদের সঙ্গে তোলা ছবি নিজের ইনস্ট্রাগ্রামে শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, সুন্দরী নারীদের সঙ্গে নিউ ইয়র্কের একটি উপযুক্ত বিকাল।

সুত্র: টাইমস অব ইন্ডিয়া

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর