সব ইউনিয়নে সোমবার থেকে ওএমএস চালু

জেলার ৮৮ ইউনিয়নেই ওএমএস কেন্দ্র সোমবার থেকে চালু হচ্ছে। জেলায় ঐ দিন থেকে ১১০ টি ওএমএস কেন্দ্র থেকে ১৫ টাকা কেজি’র চাল কিনতে পারবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

তবে জেলার খাদ্য গোদামগুলোতে চালের মওজুদ পর্যাপ্ত না থাকায় বৃহস্পতিবারের আগে পর্যাপ্ত চাল পাওয়া যাবে না।
জেলার খাদ্য গোদাম কর্মকর্তা বলেন,‘চালের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আমার এখানে ৫১৫ মে.টন চাল প্রয়োজন। পর্যাপ্ত চাল না থাকায় আমরা আজ (শনিবার) ১ ইউনিয়নে ভিজিএফ দিয়েছি। এভাবে ১ ইউনিয়ন করেই বৃহস্পতিবার পর্যন্ত দিতে হবে।’
জেলা খাদ্য
১০০০ মে.টন ইতিমধ্যে আমরা পেয়েছি। শনিবার আরও ১০০০ মে. টনের জাহাজ এসেছে। আরো ১০০০ মে. টন পথে আছে। আবহাওয়া ভাল না থাকায় চাল আসতে বিলম্ব হওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া যাচ্ছে না। এই ৩০০০ মে. টন পৌঁছানোর পরপরই বাঘাবাড়ি থেকে আরও ৫০০০ মে.টন নিয়ে জাহাজ ছাড়বে। তখন আর কোন সমস্যা থাকবে না। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই সমস্যা দূর হয়ে যাবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর