গাছে চড়ে বেড়াচ্ছে ছাগল

কথায় আছে , ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এটা সম্ভব, কারণ বিড়ালের নখ আছে। নখ ঢুকিয়ে দিয়ে গাছে ওঠে এমন প্রাণী অনেক। কিন্তু ক্ষুর নিয়ে গাছে ওঠা অসম্ভব।

অসম্ভব এই অসাধ্য বিষয় সাধন করছে কিছু ছাগল। ঠেলায় পড়ে নয়, এমনকি গল্পও নয়। বা কাকতালীয় ঘটনাও নয়। বাস্তবে প্রায়ই এমন অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে।

সটান গাছে উঠে যাচ্ছে ছাগল। কখনও জীবিকার তাগিদে লতা-পাতার সন্ধানে, আবার কখনও নিতান্তই শখে।

জেলার সিনিয়র প্রাণিসম্পদ কর্মকর্তা রানা মিয়া জানালেন, এমন দৃশ্য তিনি জীবনে দেখেননি। যেহেতু কাকতালীয় বিষয় তাই এনিয়ে মন্তব্য করতে হলে সিনিয়রদের কাছ থেকে জানতে হবে বলে জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে , গাছ বেয়ে ওঠা ছাগল এক অদ্ভুদ ছন্দ নিয়ে ওঠে পড়ছে সটান গাছে। ছন্দে মেতে ওঠা এই ছাগল গাছ থেকে নামতে গিয়ে বিপত্তিতে পড়ছে। ঘটে যাচ্ছে সেই ছন্দের পতন। পা তোলা আর পা ফেলার খেলা এই ছন্দের গতিও ব্যাহত হচ্ছে। ছন্দ বজায় রাখতে না পেয়ে ধপাস করে পড়ে যাচ্ছে। আবার ইচ্ছা থাকলে উপায় হয় সে কথাই প্রমাণ করছে এসব ছাগল গাছে চড়ে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর