কওমি স্বীকৃতি প্রদানের মাধ্যমে ধর্মীয় শিক্ষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, অনেক বিলম্বে হলেও বাংলাদেশে কওমি সনদের সরকারি স্বীকৃতি প্রদানের মাধ্যমে ধর্মীয় শিক্ষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, কওমি ধারার শিক্ষা আমাদের জাতীয় ও বুনিয়াদি শিক্ষা। আরিফ বলেন, কওমি সনদের সরকারি স্বীকৃতির মাধ্যমে কওমির ছাত্রদের ওপর থেকে জঙ্গিবাদের তুহমত দূরীভূত হয়েছে। গতকাল শহরতলির জামিয়া দারুল কুরআন সিলেটে মহান মে দিবসের আলোচনা এবং উলামা-সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। জমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাবেক এমপি, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী সভাপতির বক্তব্যে দেশের বিরাজমান প্রাকৃতিক সংকটসহ সকল সমস্যা তুলে ধরে বলেন, এ জামিয়া জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে চায়। তিনি বলেন, সকল গুণী ও বরণীয় ব্যক্তিবর্গের সম্মান জানাতে জামিয়া দারুল কুরআন সিলেট সদা প্রস্তুত। জামিয়া দারুল কুরআন সিলেটের সিনিয়র শিক্ষক মাওলানা আলী নূরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথিকে সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জামিয়ার প্রিন্সিপাল অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি শিব্বির আহমদ, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ, সিলেট সিটি কাউন্সিলর এম জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজসেবী জামিয়ার ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী হাজী গয়াছ মিয়া। বক্তব্য রাখেন জামিয়ার শায়খুল হাদিস মাওলানা শায়খ আতাউর রহমান, জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবে রাব্বানী চৌধুরী, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী, হাফিজ মাওলানা মাসুম আহমদ, হাফিজ সৈয়দ সুহাইল আহমদ, মুফতি মাওলানা আবদুল মুমিন, মাওলানা এরশাদ খান আল হাবিব, মুফতি নূরুল আমিন, সালেহ আহমদ শাহবাগী, হাফিজ আবদুল করিম দিলদার প্রমুখ। সভায় দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর