৫-৬ জন তো বার্সার জার্সি পরার যোগ্যতাই রাখে না

বার্সেলোনার খেলা দেখে হতাশ অনেক সাবেক ফুটবলার। তারমধ্যে একজন ম্যানচেনস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ড। তিনি মনে করেন, বার্সেলোনার বর্তমান দলে এমন ৫-৬ জন খেলোয়াড় রয়েছে যারা ক্লাবটির জার্সি পরার যোগ্যতা রাখে না। তাদের মধ্যে সেই কোয়ালিটি নেই। চলতি মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় বড্ড বাঁচা বেঁচে যায় স্পেনের ক্লাবটি। প্রথম লেগে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) মাঠ থেকে ৪-০ গোলের হার নিয়ে ফেরে। কিন্তু ফিরতি লেগে অবিশ্বাস্যভাবে ৬-১ গোলে জিতে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে ওঠে কাতালানের ক্লাবটি। কিন্তু শেষ আটে এসেও একই ধরনের হতাশাকর খেলা দেখালো তারা। প্রথম লেগে তারা ইতালির ক্লাব জুভেন্টাসের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে। সেমিফাইনালে উঠতে হলে ফিরতি লেগে শেষ ষোলোর মতো অবিশ্বাস্য খেলা উপহার দিতে হবে তাদের। জুভেন্টাসের বিপক্ষে প্রথম লেগে বার্সেলোনার ডিফেন্ডাররা ছিল যাচ্ছেতাই। আর জুভেন্টারের রক্ষণভাগ ছিল বরাবরের মতো জমাট। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারদের তারা জায়গা বানাতেই দেননি। কিন্তু সবকিছু মিলিয়ে লুইস এনরিকের অধীনে বার্সেলোনার বর্তমান দলটি নিয়ো নাখোশ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ফার্ডিন্যান্ড। তিনি বলেন, ‘বার্সেলোনার দলে বর্তমান এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা তিন বছর আগে এই ক্লাবটিতে খেলার কথা ভাবতেই পারতো না। নাম নিলে অনেকের নাম আসবে। ৫-৬ জন খেলোয়াড় রয়েছে যারা বার্সেলোনার জার্সি পরার যোগ্যতাই রাখে না। তারা এখন যেভাবে খেলে, যে কোয়ালিটি দেখায় তার আদৌ তিন বছর আগের বার্সেলোনার মতো নয়। তাদের আক্রমণভাগের তিনজন অবশ্যই অন্য লেভেলের। কিন্তু তারা পেছন থেকে ঠিকমতো দ্রুত বল যোগান পায় না। এরই দলটি পেপ গার্দিওলার অধীনের দলের মতো নয়। বর্তমান দলের খেলোয়াড়দের দেখে মনে হয়, তাদের মধ্যে কোনো ধারনাই নেই। তাদের মধ্যে কোনো আকাক্সক্ষা নেই।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর