বাংলাদেশকে ২৮১ রানের টার্গেট শ্রীলঙ্কার

থিসেরা পেরেরা একাই খেললেন শেষ দশ ওভার। বোলিং পাওয়ার প্লে-তে পরপর দু’ওভারে দুটি উইকেট তুলে দিয়ে বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে বেধে ফেলার স্বপ্ন দেখছিল তখন পেরেরার অনবদ্য ব্যাটিং-এ নিধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান তুলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের টার্গেট ২৮১।

থিসেরা পেরেরা ৫১ রান করে মাশরাফির বলে আউট হন।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান মাশরাফি। কিন্তু বাংলাদেশকে ভাল শুরু এনে দিতে পারেনি বোলাররা। উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করেন দুই ওপেনার। ৩৪ রানে দানুসকা গুনাথিলাকাকে আউট করে ব্রেক থ্রু দেন মেহেদী মিরাজ। উপুল থারাঙ্গাকে ৩৫ রানে বোল্ড করেন তাসকিন আহমেদ। ২১ রানে অদ্ভূত রান আউটের শিকার হন দিনেশ চান্দিমাল।

মাশরাফি তিনটি, মুস্তাফিজুর দুটি, তাসকিন ও মেহেদী একটি করে উইকেট নেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর