নির্বাচনে নিরাপদ পরিবেশ বজায় রাখতে বিজিবি অঙ্গিকারাবদ্ধ

বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা বদ্ধপরিকর।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর টাউন হলে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২৭ টি কেন্দ্রে ও কেন্দ্রের আশেপাশে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৭ প্লাটুন সদস্য বিজিবি সদস্য টহলরত রয়েছে।

এ সময় সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে আহসানুজ্জামান জানান, এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে বিজিবি বদ্ধ পরিকর।

বিজিবির প্রেস ব্রিফ্রিংয়ের সময় উপস্থিত ছিলেন- ১০ বিজিবির কমান্ডার ল্যা:কর্নেল সারোয়ার খন্দকার, সেক্টরের উপ-অধিনায়ক (অপারেশন) মেজর নাহিদসহ অন্যান্য কর্মকর্তারা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ র‌্যাব ও গোয়েন্দা পুলিশের সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে ও নগরীর গুরত্বপূর্ণ পয়েন্টে বিজির সদস্যরা মঙ্গলবার থেকে টহল শুরু করেছে। তাদের এ টহল নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টা বজায় থাকবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর