তাদের স্বাধীনতা

‘স্বাধীনতা’ এ শব্দের সঙ্গে জড়িত কাঙ্খিত জীবনের প্রতিচ্ছবি। এই শব্দটি একজনের কাছে একরকম ভাবে ধরা দেয়। স্বাধীনতা শব্দটিকে একজন একরকম শব্দালঙ্কারে সাজিয়ে তোলেন। এবার জানা যাক, এই তারকারা কি বলেন স্বাধীনতা নিয়ে।

তিতান চৌধুরী, অভিনেত্রী
স্বাধীনতা মানে বলতে গেলে, প্রথমেই বলি অবশ্যই সৎ এবং নীতির ভিতর থেকে নিজেকে বিকশিত করার পূর্ণ অধিকার। যেকোনো স্থানে , যেকোনো সময়ে ভালো কাজ করতে পারা, ভালো ভাবে কথা বলতে পারা,ভালো আচরনের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলতে পারা,
অন্যের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, অন্যের মতামতের গুরুত্ব দেয়া এবং নিজেও সমপরিমান গুরুত্ব পাওয়া এবং অবশ্যই সেচ্ছাচারিতা নয়, নিজের সুস্থ চিন্তার সঠিক বাস্তবায়ন করতে পারার নামই আমার মতে স্বাধীনতা।

সুমিত সেনগুপ্ত, অভিনেতা
স্বাধীনতা মানে আমার কোন বাউন্ডারি (বাধা) নেই। স্বাধীনতা মানে নিজের যা কিছু তা নিজের মতো করেই পাওয়া।

অধরা খান, অভিনেত্রী
সুস্থ্য, সুন্দরভাবে বেঁচে থাকার নাম স্বাধীনতা। যা একজন মানুষের যেমন প্রয়োজন তেমনি দেশেরও প্রয়োজন। যে কোন একজনের স্বাধীনতা নষ্ট হলে আরেকজনের ভালো থাকার উপায় থাকে না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর