​র‌্যাবের গোয়েন্দা প্রধান আজাদকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে

সিলেটের শিববাড়িতে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা গুরুতর। রাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় বিস্ফোরণে আহত হন র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ ও উপ-পরিচালক মেজর মো. আজাদ। গুরুতর আহত অবস্থায় র‌্যাবের সদস্যরা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাদের দুইজনকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের উপ-পরিচালক সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভূঁইয়া মানবজমিনকে জানান, লে. কর্নেল আজাদের অবস্থা গুরুতর। চিকিৎসকদের পরামর্শে রাত ৮টায় তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে। সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর