কাউয়া নয়, অনেক কিছুই ঢুকতে পারে শফিউল আলম প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি— জাগপা সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা শফিউল আলম প্রধান সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, ‘এখন সামরিক চুক্তির নামে ভারতের সঙ্গে গোলামির চুক্তির পাঁয়তারা হচ্ছে। আগুন নিয়ে খেলবেন না। বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা হলে শুধু কাউয়া নয়, অনেক বড় কিছু ঢুকে যেতে পারে। ’ দিনাজপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালন উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর আসাদ গেটে জিইপি মিলনায়তনে জাগপা পতাকা দিবস উদ্যাপন কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জঙ্গিবাদ প্রসঙ্গে প্রধান বলেন, ‘জঙ্গিবাদে কারা অর্থ ও মদদ দেয় প্রধানমন্ত্রীর ডানে-বামে ও পেছনে তাকালেই তা বুঝবেন। কোথা থেকে অস্ত্র, অর্থ ও বোমা আসে, অপারেশন শেষে কেন কথিত জঙ্গিরা হিন্দুস্থানের নিরাপদ শেল্টারে আশ্রয় নেয়, তা খতিয়ে দেখতে হবে। ’ দলের সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাগপা নেতা মাস্টার এম এ মান্নান, সৈয়দ শফিকুল ইসলাম, আওলাদ হোসেন শিল্পী, গোলাম মোস্তফা কামাল প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর