প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে নয়া সেনাপ্রধানের সাক্ষাৎ

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রোববার প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান। প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, নতুন সেনা প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আরও সামনের দিকে এগিয়ে যাবে।
প্রেসিডেন্ট সেনা প্রধানকে সেনা কল্যাণ সংস্থার অধীন সব প্রতিষ্ঠানকে লাভজনকভাবে পরিচালনার পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।
এদিকে নবনিযুক্ত সেনা প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে সেনা প্রধান তার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। প্রধানমন্ত্রী সেনা প্রধানের সাফল্য কামনা করে দায়িত্ব পালনে তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর