বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতালে দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসাসেবা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সারাদেশের সব সরকারি হাসপাতালে আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আগামীকাল শুক্রবার সারাদেশে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সব সরকারি হাসপাতালে এই চিকিৎসা সেবা দেওয়া হবে। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নির্ধারিত ফি নেওয়া হবে না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সকল সরকারি হাসপাতাল/ক্লিনিক ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ বহির্বিভাগ খোলা রাখা এবং জরুরি ও ইনডোর সেবা যথানিয়মে সার্বক্ষণিক চালু রাখতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারাদেশের সব সরকারি হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সূত্র: বাসস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর