মালয়েশিয়াকে আটকানো সম্ভব

চারদিন পরেই টার্ফে গড়াবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। সেখানে শক্তিশালী মালয়েশিয়াকে দিয়ে বাংলাদেশের শুরু হবে তৃতীয় রাউন্ডে যাওয়ার মিশন। গ্রুপে বাংলাদেশের বড় প্রতিপক্ষ মালয়েশিয়াই। র‌্যাংকিং-এও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মালয়েশিয়া। তাদের র‌্যাংকিং ১৩। আর বাংলাদেশের ৩২। বাকী দু’টি দল ফিজি ও ওমানকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষই বলা যায়।

মালয়েশিয়াকেও আটকানোর মন্ত্র আছে বলে মনে করছেন বাংলাদেশ হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। পাশাপাশি দলের হয়ে যাওয়া ক্যাম্পেইন, অনুশীলন দলের প্রত্যাশা অনেকখানি বাড়িয়ে দিয়েছে জানান তিনি, ‘ফিটনেস বাড়ানোর কাজ হয়েছে আগে। তারপর পূর্ববর্তী টুর্নামেন্টে আমাদের ভুলত্রুটিগুলো নিয়ে কাজ করেছি এবং টেকনিক্যাল দিকগুলো নিয়েও কাজ হয়েছে। ম্যাচে কোন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে নামবো সেটারও কাজ করা হয়েছে। কোচের বিভিন্ন গেম প্ল্যানিং নিয়ে অনেক কাজ হয়েছে। আমরা যেহেতু এ মাঠে খেলে অভ্যস্থ তারপরেও মাঠ পরিবর্তন হলে অনেক সময় অনেক সমস্যা হয়। তবে অনেকদিন পরে এখানে খেললেও আমরা মানিয়ে নিয়েছি। এখন আমরা ইউরোপিয়ান হকি স্টাইলে খেলার চেষ্টা করছি। সেভাবেই কোচ আমাদের নির্দেশনা ও প্রশিক্ষণ দিচ্ছেন। এই স্টাইলে খেলোয়াড়রা পাসিং ও বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। যতক্ষণ নিজেদের দখলে বল থাকে ততক্ষণ অপর দল কিছু করতে পারে না।’

সব পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারলে মালয়েশিয়াকে হারানো সম্ভব বলে মনে করেন জিমি, ‘তারা ভালো দল। তবে আমরা আমাদের পুরো খেলাটা দিতে পারলে, কোচের নির্দেশনা মোতাবেক কৌশল কাজে লাগাতে পারলে তাদেরকে হারানো সম্ভব। প্রত্যেক খেলোয়াড় যদি নিজের সেরাটা দিতে পারে তাদের সাথে ভালো লড়াই করতে পারবো আমরা।’
আগামী মাসের ৪ তারিখ শক্তিশালী মালয়েশিয়াকে দিয়ে শুরু হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড মিশন। ৫ মার্চ ফিজি ও ৭ মার্চ ওমানের সঙ্গে লড়বে জিমি-চয়নরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর