,

dix3ano4-697x376

এবার পরমব্রত-এর বিপরীতে তিশা

সিনেমার নাম হলুদবনি। এতে অভিনয় করবেন নুশরাত ইমরোজ তিশা। তিশার বিপরীতে দেখা যাবে পরমব্রত-কে। ত্রিভুজ প্রেমের গল্প এটি। যৌথ প্রযোজনার এ সিনেমার তৃতীয় প্রধান চরিত্রে অভিনয় করবেন ভারতের পাওলি দাম।
সিনেমায় তিশার চরিত্রের নাম অনু, পরমব্রত হবেন পলাশ; আর পাওলি দাম হবেন কস্তুরি। শেষ পর্যন্ত অনু, পলাশ আর কস্তুরির প্রেমে কে জয়ী হবেন, তা জানতে সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সিনেমার বাংলাদেশ অংশের নির্বাহী প্রযোজক প্রিয়ান তমালিকা সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, এরই মধ্যে অভিনয়শিল্পীদের সঙ্গে যাবতীয় চুক্তি সম্পন্ন হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, মার্চ থেকে শুটিং শুরু হবে। দুই ধাপে পুরো সিনেমার কাজ শেষ হয়ে যাবে। একই তথ্য নিশ্চিত করেছেন সিনেমার ভারত অংশের নির্মাতা মুকুল রায় চৌধুরী। এ সিনেমার বাংলাদেশ অংশের পরিচালক তাহের শিপন। আর সংগীত পরিচালক হিসেবে থাকবেন সৈকত মিত্র।
যৌথ প্রযোজনার এ সিনেমাতে অভিনয় করছেন বলে খুব খুশি তিশা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর