মেহেরপুরে এবারও গমে ব্লাস্ট ভাইরাস

মেহেরপুর জেলায় চলতি মৌসুমে আবারও গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এই রোগ প্রতিরোধে চলতি মৌসুমে কৃষি বিভাগ জেলায় গম চাষের উপরে নিষেধাজ্ঞা জারি করলেও অনেক চাষী নিষেধাজ্ঞা উপেক্ষা করে গম চাষ শুরু করেছিল। কিন্তু গমে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় চিন্তিত কৃষক ও কৃষি বিভাগ।

মেহেরপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৭ জেলায় গত বছর গমে ব্লাস্ট ভাইরাস আক্রান্ত হওয়ায় রোগ প্রতিরোধে অধিকাংশ জমির গম পুড়িয়ে ফেলা হয়েছিল। সেই জন্য চলতি মৌসুমে এই রোগ যাতে আবারও না ছড়ায় তার জন্য কৃষি বিভাগ থেকে চাষীদের গম চাষে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু কৃষি বিভাগের কথা না শুনে অনেক চাষী চলতি মৌসুমে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে গমের আবাদ করে। যে আবাদ গতবার ছিল ১৩ হাজার ৯৯৫ হেক্টর জমিতে। বর্তমানে গমের শীষ বের হলে কৃষি বিভাগ মাঠ পরিদর্শনে গিয়ে ব্লাস্ট রোগটা সনাক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র থেকে ১৫ সদস্যের একটি গবেষক দল মেহেরপুরের বিভিন্ন মাঠে গিয়ে গমের জমি পরিদর্শন করে এবং গমে ব্লাস্ট ভাইরাস সনাক্ত করেন। ফলে কৃষি বিভাগ ও চাষীরা চিন্তিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে অনেক চাষী এখন জমি থেকে গম তুলে গরু-ছাগলকে খাওয়াচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান জানান, চাষীদের নিষেধ ও নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু তারপরেও যারা গম চাষ করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরিতোষ কুমার মালাকার জানান, এটি একটি বীজবাহিত রোগ। প্রধানত গমের শীষে ছত্রাকের আক্রমণ হয়। শীষের আক্রান্ত স্থানে কালো দাগ পড়ে এবং আক্রান্ত স্থানের উপরের অংশ সাদা হয়ে যায়। আক্রান্ত শীষের দানা অপুষ্ট হয় ও কুঁচকে যায়। ফলে দানা ধূসর বর্ণের হয়ে যায়।

দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নরেশচন্দ্র দেব জানান, এই রোগ প্রতিরোধে আক্রান্ত এলাকায় কয়েকবছর গম চাষ থেকে বিরত থাকতে হবে এবং ভাল বীজ সংগ্রহ করতে হবে। তা না হলে বারবারই এই রোগ দেখা দিবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ জানান, যেহেতু গমে ব্লাস্ট ভাইরাস আক্রমণ করে ফেলেছে সেক্ষেত্রে আর যাতে না ছড়ায় তার জন্য নাটিভো ৭৫ ডব্লিউ জি অথবা নভিটা ৭৫ ডব্লিউ জি ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। এটি স্প্রে করলে ফল পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর