দুবাই রাজ পরিবারের প্রথম নারী পাইলট

দুবাই রাজ পরিবার প্রথম নারী পাইলট পেতে যাচ্ছে। দাবি করা হচ্ছে, দুবাই রাজ পরিবারের সদস্য শেখ মোজা আল মাকতুমই প্রথম বাণিজ্যিক বিমানের পাইলট হতে যাচ্ছেন। খবর এনডিটিভির।

আল মাকতুম পরিবারের বেশ কয়েকজন সদস্য তাকে ইনস্টাগ্রামে অভিনন্দন জানিয়েছেন। তারা শেখ মোজার এই সাফল্যে গর্বিত ও আনন্দিত।

গতকাল রবিবার শেখ লতিফা নামে রাজ পরিবারের এক সদস্য তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেন, আমার বোনের মেয়ে মোজা মারওয়ান। আমাদের পরিবারের প্রথম নারী পাইলট। সে এমিরেটসের একটি বিমানের পাইলট হিসেবে কাজ শুরু করতে যাচ্ছে।

রাজ পরিবারের অন্যান্য সদস্যরাও সোশ্যাল মিডিয়াতে তাকে অভিনন্দন জানিয়েছে।তবে এমিরেটস কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে তিনি যে পোশাক পরেছেন তা এমিরেটস পাইলটদেরই পোশাক।

তবে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাইলট, প্রকৌশলীসহ বিভিন্ন পদে নারীদেরকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন।

২০১৬ সালে ইতিহাদ এয়ারওয়েজ কতৃপক্ষ বলেছেন, তাদের প্রতিষ্ঠান নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অর্ধেকের বেশি নারী। প্রায় ৫০ জন নারী পাইলট তাদের এখানে চাকরি করছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর