আন্দোলনের ডাক কখন আসবে আল্লাহ মালুম: আব্বাস

বিএনপি সরকারবিরোধী আন্দোলন আবার শুরু করবে-এমনটা ঘোষণা আসছে দলের শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতার মুখ থেকে। তবে দলের অন্যতম শীর্ষ নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, আন্দোলন ডাক আসবে সত্য, কিন্তু সেটা কখন তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তা সত্ত্বেও নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বিএনপির এই নেতা।

রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।

সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর থেকে আন্দোলন অব্যাহত রাখে বিএনপি নেতৃত্বাধীন জোট। তবে এই আন্দোলনের মধ্যেই ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিকে ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নির্বাচন প্রতিহতের শত চেষ্টা করেও ব্যর্থ হয় বিএনপি জোট। এই নির্বাচনের বর্ষপূর্তি আবারও টানা আন্দোলন চালায় বিএনপি। তবে দুই মাসের বেশি সময় অবরোধ চালালেও সরকারকে হটাতে পারেনি। গত দুই বছর ধরে নির্বাচনের বর্ষপূর্তিতে জোরালো কোনো কর্মসূচি দেয়নি বিএনপি। দ্বিতীয় বৃহত্তম এই রাজনৈতিক দলটি এখন নিজেদের গোছাতে কাজ করছে। ভেতরে ভেতরে আগামী নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে দলটি। তবে প্রায়ই নতুন করে আন্দোলনের হুমকি আসছে দলের বিভিন্ন নেতার পক্ষ থেকে।

‘বিএনপির মিছিল করার শক্তি নেই’ সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্য দেন। এর জবাবে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি মিছিল করলে এত বড় হবে এবং মিছিলের স্লোগান আওয়ামী লীগ সহ্য করতে পারবে না। আর পাল্টা স্লোগান দেয়ার ক্ষমতাও তাদের থাকবে না।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে সরকারের করা আবেদনকে সংস্থাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে-এমন দাবি মির্জা আব্বাসের। তিনি বলেন, ‘ইন্টারপোলের এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান নির্দোষ তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘সরকারি দল ঢাকঢোল পিটিয়ে রাজপথে মিছিল সমাবেশ করে। আর বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয়া হয় না। আজ আমরা যেখানে অনুষ্ঠান করছি তাতেও অনেকভাবে অনুমতি নিতে হয়েছে। বলা হয়েছে মাগরিবের মধ্যে অনুষ্ঠান শেষ করতে। আবার ওবায়দুল কাদের সাহেব বলছেন এতবড় কমিটির নেতাদেরও তো মিছিল করতে দেখলেও বুঝতাম তাদের মিছিল করার শক্তি আছে। কতটা হাস্যকর।’

ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। পুলিশকে তাদের কাজ করতে দিন। আমাদের মিছিল করতে দিন।’

আব্বাস বলেন, ‘তারেক রহমান সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। সেদিন আমরা তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি সরকার সেদিন আপত্তি করলে কোনো বাধা টিকবে না।’

কোনো কিছু সঠিকভাবে চলতে পারছে না এমন দাবি করে তিনি বলেন, ‘এই কারণে বিচারকরা সঠিকভাবে রায় দিতে পারেন না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা চলছে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও এই মামলা ছিল। কিন্তু তারা ক্ষমতায় এসে তা প্রত্যাহার করে নিয়েছেন। আমরা ধারণা করছি এসব মামলায় রায় দেয়া হবে। কিন্তু আমরা আশা করবো বিচারকরা কোনো ধরনের সরকারি চাপ ছাড়া রায় দেবেন। সরকারি প্রভাবমুক্ত হয়ে রায় দিলে দেশের লোকজন অবশ্যই এর জবাব দেবে।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, মুরতাজুল করিম বাদরু

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর