ভারতে গরু জবাই বন্ধের আবেদন খারিজ

ভারতে গরু জবাই বন্ধে করার আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি ও কিছু ধর্মীয় উগ্রবাদীর প্রচারণার পরেও শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন। সম্প্রতি ভারতের এক ব্যক্তি দেশজুড়ে গরু জবাই নিষিদ্ধের জন্য আবেদনটি করেছিলেন।
ওই আবেদন বাতিলের সময় আদালত বলেছেন, ‘এক রাজ্য গরু জবাই করতে পারে, আরেক রাজ্য তা করতে নাও পারে। তাই আমরা রাজ্যের নিজস্ব আইনের ওপর হস্তক্ষেপ করতে পারি না। হিন্দু ধর্মগ্রন্থে গরুকে বলা হয়েছে ‌সভ্যতার ‘মাতা’, অনেকেই গরুর মাংস খাওয়াকে ধর্মীয় অবমাননা হিসেবে বিবেচনা করেন।
ভারতে মুসলিম, খ্রিস্টান এবং নিম্ন বর্ণ হিন্দু সম্প্রদায়ের লাখ লাখ মানুষ গরুর মাংস খান। যদিও দেশটিতে মাংস পাওয়া খুব সহজলভ্য নয় এবং কিছু রাজ্যে তা বাতিল করা হয়েছে।
উগ্র ধর্মীয় একাধিক সংগঠন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি দেশব্যাপী গরুর মাংস বন্ধের বিষয়ে দীর্ঘ প্রচারণা চালিয়েছিল। এখন ভারতের ২৯ রাজ্যের মধ্যে মাত্র আটটিতে গরু জবাই করার অনুমোদন রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর