অপ্পোর ৪ জিবি র‌্যামের ফোন

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো বাজারে নতুন ফোন আনছে। এটির মডেল অপ্পো ‘আর৬০৯১’। এই ফোনটি চীনের বেঞ্চমার্কিং ওয়েবসাইটে জিএফএক্সবেঞ্চে তালিকাভূক্ত হয়েছে। ওই ওয়েবসাইটে অপ্পো আর৬০৯১ নামে তালিকাভুক্ত হয়েছে।

সেলফি এক্সপার্ট স্মার্টফোন ব্র্যান্ড অপ্পোর এ ফোনটিতে থাকবে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল। এটির র‌্যাম ৪ জিবি। ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি। গুগলের অ্যানড্রয়েড ৬ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ১.৫ গিগাহার্জের মিডিয়াটেক এমটি৬৭৫০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়াও ফোনটির জিপিও ডুয়েল কোরের টি৮৬০ এমপি২।

অপ্পোর এ ফোনটিতে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সামনের ক্যামেরায় রয়েছে ১২ মেগাপিক্সেলের।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনার বরাত দিয়ে আপাতত এটুকুই জানা গেছে। তবে এখনো দাম কত ও কবে নাগাদ আসবে তা জানা যায়নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর