পতন টের পেয়ে সমাবেশের অনুমতি দেয়নি সরকার: গয়েশ্বর

সরকার এতো বোকা নয় যে তাদের পতনের জন্য আমাদের আন্দোলন করতে অনুমতি দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমাদের এমন আন্দোলন করতে হবে যার জন্য সরকারের কোনো অনুমতির প্রয়োজন হয় না।

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে শনিবার ডিআরইউতে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর।

তিনি বলেন, আন্দোলনের বিকল্প নাই। দেশের ১৬ কোটি মানুষ আজ বন্দি। তাদের মুক্তি মিললেই, বিএনপি নেতাদের কারামুক্তি মিলবে। তাছাড়া সম্ভব নয়।

তিনি আরো বলেন, আন্দোলন আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। আমরা এমন কর্মসূচি দেব না যার জন্য অনুমতির প্রয়োজন হবে। যা করব না তা বিনা অনুমতিতেই করব। তারা তো এতো বোকা নয় যে, আমাদেরকে সরকার পতনের আন্দোলনের অনুমতি দেবে।

সুধী সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর