নগরের বুকে হলুদ বরণ

বাতাস ঢেউ তুলছে হলুদের বুকে। তার মাঝে মৌমাছির গুনগুনানি। মধু আহরণে ব্যস্ত তারা। সরষে মাঠের এমন চিত্রপট রাজধানী ঢাকার বুকে। আগারগাঁওয়ে জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগারের পাশের খালি জায়গায় আছে গুচ্ছ গুচ্ছ শরষে ফুল।

মৌসুমটা এখন শরষের। গ্রামে মাঠের পর মাঠ এর আবাদ হয়েছে। হলুদে সেজে আছে এগুলো। আচমকা নগর জীবনেও মিলছে এই মাঠ। নয়ন জুড়ানো এমন দৃশ্য পেলে নাগরিকরা তো একটু বিরাম নিয়ে দাঁড়িয়ে যাবেন-ই। কেউবা তুলবেন সেলফি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর