ডট বাংলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর উন্মুক্ত হলো ডট বাংলা ডোমেইন। আজ শনিবার দুপুরে গণভবনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে আগ্রহীরা রোববার থেকেই নিবন্ধনের জন‌্য আবেদন করতে পারবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থা বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মো. মোরশেদ।

তিনি আশা প্রকাশ করে বলেন, ডট বাংলা ডোমেইন চালু হলে আইসিটি খাতে ব‌্যবসার আরও প্রসার ঘটবে। যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণার সমালোচনা করেছিলেন, তারাও ডট বাংলা ডোমেইন ব‌্যবহার করতে পারবেন

গত ৪ অক্টোবর বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়ার পর গ্রাহকদের মাঝে ডট বাংলা ডোমেইন বিতরণ শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করে বিটিসিএল। বাংলাদেশের জন্য এতোদিন আইসিএএনএনের স্বীকৃত ডোমেইন কোড ছিল ডট বিডি (. বিডি)। এরসঙ্গে যুক্ত হয় ডট বাংলা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর