সাবিনার হ্যাটট্রিকে প্রথমবার সাফের ফাইনালে বাংলাদেশ

শিলিগুড়িতে চলতি মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

এদিন প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গোল হয় আরো চারটি।

ম্যাচের ৪৮ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন স্কোর লাইন নিয়ে যান ৩-০ তে। এরপর ৫১ মিনিটে নার্গিস খাতুন গোল করে ব্যবধান ৪-০ তে নিয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় মালদ্বীপ।

এরপর আবার জ্বলে ওঠেন স্বপ্না। আর তাতেই দল পায় ৫-০ গোলের ব্যবধান। স্বপ্না তুলে নেন চলতি আসরে নিজের প্রথম হ্যাটট্টিক।

বাংলাদেশের ষষ্ঠ গোলটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে অধিনায়ক সাবিনা খাতুন এই ব্যবধান এনে দেন।

আগামী ৪ জানুয়ারি শিরোপার প্রত্যাশায় তাদের বিপক্ষেই খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর