কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।

সদস্যদের মধ্যে বিজয়ী প্রার্থীরা হলেন সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ফৌজিয়া জলিল, ২ নং ওয়ার্ডে শায়লা পারভীন সাথী, ৩ নং ওয়ার্ডে সাঈদা আক্তার পারুল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও ৪ নং ওয়ার্ডে সৈয়দা নাছিমা।

সাধারণ সদস্য ১ নং ওয়ার্ডে অ্যাডভোকেট মোঃ সানোয়ার হোসেন রুবেল, ২ নং ওয়ার্ডে মোঃ মাসুদ আলম, ৩ নং ওয়ার্ডে মোঃ হাদিউল ইসলাম, ৪ নং ওয়ার্ডে মোঃ সাজ্জাদুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে মোঃ সোহাগ মিয়া, ৬ নং ওয়ার্ডে এ. কে. মাইনুজ্জামান নবাব, ৭ নং ওয়ার্ডে মোঃ কামরুজ্জামান, ৮ নং ওয়ার্ডে মোঃ শাহজাহান মাহবুবুর রহমান, ৯ নং ওয়ার্ডে মোঃ জাকির হোসেন বাতেন, ১০ নং ওয়ার্ডে মোঃ আঃ রহমান বোরহান, ১১ নং ওয়ার্ডে মোঃ জিল্লুর রহমান, ১২ নং ওয়ার্ডে মির্জা মোঃ সোলায়মান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৩ নং ওয়ার্ডে মোহাম্মদ আবুল কাউসার খান মিলকী, ১৪ নং ওয়ার্ডে সমীর কুমার বৈষ্ণব, ১৫ নং ওয়ার্ডে ফজলুল হক হায়দরী বাচ্চু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর