শাকিলের জন্মদিনে নানা আয়োজন

মঙ্গলবার সদ্য প্রয়াত কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিন। ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি।

কবি মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিনে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সুহৃদজন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই স্মরণ সভা।

আয়োজনে সবাইকে যোগদানের আহ্বান জানিয়েছে অনুষ্ঠানটির আয়োজক সুহৃদজন।

একই সঙ্গে শান্তিনগরে মঙ্গলবার বিকালে কবি মাহবুবুল হক শাকিলের কবিতার আবৃত্তি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক অনিসুজ্জামান। উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, অধ্যাপক শামসুজ্জামান খান ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

গত ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং কবি ও লেখক মাহবুবুল হক শাকিল হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সদ্য প্রয়াত এই কবি পড়াশোনা করেছেন ময়মনসিংহ জিলা স্কুল ও আনন্দমোহন কলেজে। তার পৈত্রিক নিবাস ময়মনসিংহ হলেও মাহবুবুল হক শাকিলের জন্ম টাঙ্গাইলে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, মা-বাবা এবং এক ভাই ছাড়াও রাজনীতির অঙ্গনে অনেক অনুসারী এবং সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর