শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন চার মন্ত্রী

পোশাক খাতে নতুন করে অস্থিরতা ঠেকাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের চার মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সোমবার সন্ধ্যা ৮ টার পর এ বৈঠক শুরু করেন।

নৌপরিবহন মন্ত্রীর বাসায় পোশাক খাতের সঙ্গে জড়িত কমপক্ষে ৩০ জন নেতার সঙ্গে বৈঠকে বসেন এই মন্ত্রীরা।

এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা বৈঠক শেষ করে ৩ মন্ত্রীকে আলাদা করে ডেকে বিষয়টি সম্পর্কে জানতে চান। এরপরই তড়িৎ গতিতে সমস্যা সমাধানের জন্য নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ৪ মন্ত্রী। এ রিপোর্ট লেখার সময়ও বৈঠক চলছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর