মুস্তাফিজকে নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড

অভিষেকের পর থেকেই ব্যাটসম্যানদের নাজেহাল করে আসছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের হয়ে ভালো খেলার ফলে সুযোগ মিলে আইপিএলে। আইপিএল মাতিয়ে ইংলিশ কাউন্টিতে খেলে ইনজুরিতে আক্রান্ত হন বাংলাদেশি এই কাটার মাস্টার। ইনজুরির কারণেই প্রায় ৫ মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হয় ফিজকে।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ফের ক্রিকেট ফিরছেন সাতক্ষীরায় জন্ম নেওয়া এই ক্রিকেটার। মুস্তাফিজের ফেরার সংবাদে চিন্তিত নিউজিল্যান্ড ক্রিকেট দলও। ভারত, পাকিস্তান, দক্ষিন আফ্রিকার ব্যাটসম্যানদের বলে কয়ে আউট করা এই কাটার মাস্টারকে সামলাতে চিন্তায় আছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ।

ব্লাক ক্যাপসের কোচ মাইক হেসন বলেন, মুস্তাফিজ আইপিএলে ঝড় তুলেছে। সে আগামীর বিশ্ব তারকা। দীর্ঘ দিন পর সে ইনজুরি থেকে ফিরেছে। যদিও আমাদের বিপক্ষে সে খেলবে কিনা তা নিশ্চিত নয়। এছাড়া সাকিব আল হাসান বাংলাদেশের তারকা ক্রিকেটার। সে একজন বিশ্ব অলরাউন্ডার। বাঁহাতে বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারে ধংসাত্মক ইনিংস খেলার সক্ষমতা আছে তার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর