বাংলাদেশকে ‘খোঁচা’ বয়কটের

সবাই যখন বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে প্রশংসায় পঞ্চমুখ তখন ইংলিশ কিংবদন্তি জিওফ্রে বয়কট হাঁটলেন ভিন্ন পথে। বাংলাদেশের জন্য পরামর্শের ডালা নিয়ে হাজির হয়েছেন তিনি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, ‘মাঝেমধ্যে ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কাকে হারানোটা ক্রিকেট বিশ্বকে বার্তা দেয় না। দুঃখিত, বাংলাদেশ নিয়ে তোমাদের উচ্ছ্বাস আমি চাপা দিতে চাই না কিন্তু বাংলাদেশের প্রায় সব ভালো পারফরম্যান্সই নিজেদের মাঠে। যতক্ষণ না আপনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডে যাচ্ছেন এবং তাদেরকে তাদের মাঠে হারাচ্ছেন ততক্ষণ ক্রিকেট বিশ্ব চমকাবে না।’

এর বাইরে টেস্টেও তিনি বাড়তি জোর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ওয়ানডেতে মাঝে মধ্যে পাওয়া সাফল্য বাংলাদেশের আঁকড়ে ধরে পড়ে থাকলে হবে না। তাদের বিদেশে যাওয়া এবং টেস্টে বড় দলগুলোর বিপক্ষে জয় পাওয়া শুরু করা দরকার।’

বাংলাদেশের প্রশংসা করলেও সঙ্গে সূক্ষ্ম খোঁচা দিতে ভুল করলেন না এই কিংবদন্তি। বলেন, ‘বাংলাদেশ এখন আর ছোট দল নেই। তারা কিছু ভালো পারফরম্যান্স করেছে। কিন্তু আমি মনে করি, এটা নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর