জামায়াতের নতুন সেক্রেটারি ডা. শফিকুর রহমান

চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমানই জামায়াতের সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন।

রবিবার এক বিবৃতিতে তাকে সেক্রেটারি হিসেবে পরিচয় দেয়া হয়েছে। জামায়াতের এক নেতা জানান, কৌশলগত কারণে এমনটা করা হতে পারে।

এর আগে মকবুল আহমাদকে আমীর হিসেবে ঘোষণার পরপরই তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। এ সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। এমন পরিস্থিতি এড়াতেই এমনটা করা হতে পারে।

১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে জামায়াতের বিরুদ্ধে। স্বাধীনতাবিরোধী এ দলটির নতুন সেক্রেটারি জেনারেল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচিও ঘোষণা করেছেন।

জামায়াতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি বলা হয়, ‘যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১১ ডিসেম্বর নিন্মোক্ত বিবৃতি প্রদান করেছেন।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর