জঙ্গলে পালিয়ে থাকা এক রোহিঙ্গার করুণ কাহিনি

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় এখনও অনেক মুসলিম রোহিঙ্গা বন জঙ্গলে পালিয়ে আছেন৷ তারা লোকালয়ে যেতে পারেন না৷ তাদের ছেলেমেয়ে, ভাইবোন কোথায় কিভাবে আছেন তাও তারা জানেন না৷

মিয়ানমারের মংডুর চালিপাড়াং এলাকায় বন আর টিলার মাঝে লুকিয়ে আছেন নূর মোহাম্মদ৷ বাংলাদেশের একটি মোবাইল ফোন নম্বর দিয়ে তিনি কথা বলেন বার্তা সংস্থা ডয়চে ভেলের সঙ্গে৷ তিনি বলেন, ‘‘মংডুর এলাকার বন আর টিলার মধ্যে তারা কয়েকজন লুকিয়ে আছেন৷ তাদের বড়িও ওই এলাকায়৷ গত অক্টোবরে তাদের এলাকায় হামলা চালিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়৷ হেলিকপ্টার থেকেও হামলা চালানো হয়৷ ওই হামলায় অনেক লোক মারা গেছে৷ আর কেউ কেউ পালিয়ে বাঁচতে পেরেছেন৷”

তিনি জানান, হামলাকারীরা নারীদের ওপর অত্যাচার নির্যাতন করেছে৷ অনেককে ধরে নিয়ে গেছে৷

এখন পরিস্থিতি কেমন? জানতে চাইলে তিনি বলেন, ‘যখন মিলিটারি থাকে না তখন আমরা গ্রামে যাই৷ সৌরবিদ্যুতে, ব্যাটারির মাধ্যমে মোবাইল চার্জ দিয়ে ফিরে আসি৷ আমরা কয়েকজন মিলে মোবাইল ফোন চার্জের ব্যবসাও করতাম৷ কেউ কেউ আছেন জীবনের ঝূঁকি নিয়ে৷ আমরা মাঝে মাঝে খাবারের খোঁজেও যাই৷ তবে আবার বনে ফিরে আসি।’

এভাবে বাঁচা সম্ভব? প্রশ্নের উত্তরে বলেন, ‘খাবার নেই, পানি নেই৷ তিনদিনও না খেয়ে থেকেছি৷ তারপরও বাঁচার চেষ্টা করছি৷ আপনারা যদি পারেন আমাদের জন্য কিছু করেন৷’

নূর মোহাম্মদ জানান, ‘আমাদের গ্রামে সাত হাজারের মতো বাসিন্দা, দেড় হাজারের মতো পরিবার৷ তাদের সব কিছু শেষ হয়ে গেছে৷ কোনো ঘর-বাড়িই আর অক্ষত নেই৷’

তিনি বলেন, ‘আমার ছয় বোন, বাবা-মা নেই৷ দুই বোনকে বিয়ে দিয়েছি৷ চারবোন হামলার দিন আমার সঙ্গে বাড়িতে ছিল৷ দুই বোন পালিয়ে কক্সবাজারের কুতুপালং গেছে বলে জানতে পেরেছি৷ বাকি দুই বোন কোথায় আছে জানি না।’

ইন্দোনেশিয়ার জুলক গ্রামে পৌঁছানোর পরই তাঁদের লাইনে দাঁড়াতে হলো৷ নাম, ঠিকানা সব লিখিয়ে তবেই নিস্তার৷

প্রসঙ্গত, বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের সীমান্ত এলাকায় বাংলাদেশের মোবাইল ফোন কোম্পনিগুলোর নেটওয়ার্ক কাজ করে এবং ওইসব এলাকায় বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানির সিম ব্যবহার হয়৷ নূর মোহাম্মদের সঙ্গে ডয়চে ভেলে’র ঢাকা প্রতিনিধির চার দফা কথা হয়েছে৷ তবে তাঁকে সব সময় মোবাইল ফোনে পাওয়া যায়নি৷ মাঝে মাঝে পাওয়া গেছে৷ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘মাঝে মাঝে মোবাইল ফোনের নেটওয়ার্ক ডাউন হয়ে যায়৷”

তিনি বলেন, ‘‘আমি বাংলাদেশে আশ্রয়ের জন্য আসার চেষ্টা করছি৷ ওখানে আমার আত্মীয়-স্বজন আছে৷ কিন্তু আসতে পারবো কিনা জানি না৷”

এদিকে জাতিসংঘের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ছয় সপ্তাহে ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে৷ শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, ৯ অক্টোবর থেকে রাখাইনে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনীর দমন-অভিযানে অন্তত ৮৬ জন নিহত হয়েছেন৷ এছাড়া ঘর হারিয়েছেন ৩০ হাজার মানুষ৷ সহিংসতা থেকে বাঁচতে রোহিঙ্গরা বাংলাদেশ সীমান্তে ছুটে আসছেন৷ সূত্র: ডয়েচে ভেলে

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর