দুই ভাগ হল শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অপরটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বুধবার সরকারি এক তথ্যবিবরণীতে শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশের কথা জানানো হয়।

রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এই মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ গঠন করেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন বিভাগ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর